আমি আজকে খুব ছোটো ছোটো কয়েকটা টিপস শেয়ার কোরতে যাচ্ছি । তবে আমি এই ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে মাঝে মাঝে খুব সমস্যায় পোড়ি । যাই হোক এবার ট্রিক গুলো শেয়ার কোরি ।
ট্রিক নম্বর ১ - Disable or Turn off Windows Error Recovery..
অনেক সময় আমাদের যাদের ইউপিএস নেই ইলেক্ট্রিক অফ হয়ে গেলে কম্পিউটার হঠাৎ বন্ধ হবার কারনে কম্পিউটার যখন পুনরায় অন কোরি তখন নানা রকম লেখা আসে ওয়েট করতে বলে এটি অফ কোরতে সি এম ডি ওপেন কোরে নিচের কম্যান্ডটি লিখে এন্টার দিন -
bcdedit /set {current} bootstatuspolicy ignoreallfailures
যদি আবার এটি অন কোরতে চান তাহলে নিচের কম্যান্ডটি লিখে এন্টার দিন -
bcdedit /set {current} bootstatuspolicy displayallfailures
ট্রিক নম্বর ২ - How to turn off auto start on-screen keyboard on Windows 7?
Goto Control Panel - ease of access center - use the computer without a mouse or keyboard and uncheck the use on-screen keyboard box
Note: এই পোস্টটি আপডেট চলবে ।
No comments:
Post a Comment